সত্যি আমার জন্মটা , কেন এ ধরায়  ?
কারণ কি জানি আমি ? আর ঠিক ব্যাখা ?
জন্মেই এ কানে শুনি , আমি মুসলিম !

যখন পতিত আমি , দুঃখ ও জরায় ;
ডাকি এক আল্লাহকে , জানি এ ঠিকানা -
শুধু শেষ চাওয়ার । তিনি যে রহিম ।

জিহাদের মাঠে আমি , সেই কাঁচা সেনা ;
যে বুক বাঁধে আবেগে , ঈমানেতে যেনা ।

সমাধান খুঁজি তাই , রাত-দিন ভরে ;
মুসলমান কীভাবে ? এ মরা আত্মায় !
ফাঁকি দেয়া ছাত্র আমি , কুরআন অজ্ঞ ।

আর আল্লাহ বলেন , সকলের তরে -
” স্মরন কর আমাকে  , করবো তোমায় ;      
হইও না অবিশ্বাসী , হও যে কৃতজ্ঞ ”
..................................................................................
বি. দ্র. :“ (××সনেটের ধরন “ বিষ”  :১৪ অক্ষর ;
××অন্ত্যমিল: অষ্টক- ক খ গ : ক খ গ: ঘ ঘ
                   ষষ্টক- ঙ চ ছ : ঙ চ ছ )”