আমি চুপচাপ ,
ভাঙা নদী তীর ,
ঐ দূর পানে -
লাল সূর্য ।
আমি বিচলিত ,
রাঙা পথঘাট ,
আর আকাশে -
হাসে চাঁদ।
কত লাল-নীল ,
মেঘেতে চড়ুই ,
আমি খাতা হাতে -
কালি ছাড়া কলম।
কাঁদে যাযাবর ,
ভেজা মরুভূমি ,
বেদুঈন কানে দুল ;
হস্ত অসিহীন।
চাঁদ মাটি ছাড়া ,
সূর্যের পানি -
লালে লাল ;
ভাঙা স্বপ্ন।
বিচ্ছিন্ন ভাব ,
পদ্যহীনা ;
রাঙা অতীত ,
জোড়া গদ্য ।
নেতি অভিধান ;
নীল নকশা,
রাজপথে আমি -
টুকরো ইট।
আমি মানবতা ,
ব্যথাহীন বুকে ;
ব্যথা বুকে -
শত কষ্ট।
এই বাংলার -
নদীখেপা যুগে ,
রুক্ষতা মম -
একা ।
ভাগ্য নির্মম ,
হীরা-চুনি-পান্না -
হাতের তালুতে -
শত শত শত ।
পা দুটো ,
রাস্তা অনেক ;
চিন্তারা সব -
ভুল ।
আমি দোষ ,
হাতে টুথপেস্ট ,
কলে পানি ,
হিসি বিছানা ।
পানে সুর্তি ,
লাল রিক্ত -
ঠোটে শুদ্ধ ,
স্বাক্ষর স্বর্গ।
......................................................................
(>>অনেকদিন তো আপনাদের মাঝে ছিলাম না
>>তাই সবার আগে দাঁত মেজেই শুরু করলাম)