এই তোমরা কারা? সর্বহারা!
একটু দাড়াও কিসের তাড়া?
আবারও সেই বেলতলাতে?
ভুলেই গেছ যে কাজের চাপে!
স্নান করেনাও শীতল জলে
ঠান্ডা মাথায় গরম ফেলে|
পঁচা পুঁটি সস্তায়,বিকিয়ে যাবে
মরার আবার মরণের ভয়!কবে?
মাটি যদি হয় শক্ত,পালাবে বিড়াল
তোমরাই তো মূলধন, তরণীর পাল|
ক্ষতে ভরা টকটকে দাগ শুকোবে কবে?
যুগের পরে যুগ কেটে যাবে এই ভাবে!
তৈরী হোক পতিত ভূমিতে শস্য ফসল
জোট বদ্ধে উঠবেই সেই অতলের জল|
যাচ্ছে ওরা দিওনা যেতে ঐ বেলতলাতে
কষ্ট পেয়ে ভীষণ, ফিরবে গ্রাম্য চাপাকলেতে|