পুতুল মুখী রেখেছে নিজেকে গন্ডিতে
রাগ করেছো কী তুমি, ওগো অভিমানী!
তোমার বন্দী দশায় আমি দুখী মর্ত্যে
নিজের কষ্ট রেখেছি- সংগোপনে আমি|
তোমাকে মুক্ত করেই দূর সীমানায়
চলে যেতে মন চায়,তা তুমি বোঝনা!
প্রেমের ভেলায় চড়ে নব সভ্যতায়
পবিত্র সেই সুন্দর প্রেমের ঠিকানা|
প্রতিদিন দেখা হয় সুরক্ষা বলয়ে
আঁটোসাঁটো হাঁসফাঁস! রয়েছো একান্তে
তুফান উঠেছে মনে আকাঙ্খা প্রলয়ে
বন্ধুত্ব ভেবেই রেখো, মনের নিভৃতে|
তবু তুমি খুলে ফেল সুরক্ষা খাঁচাটি
কথা দিলাম তোমায়, আমি অতি খাঁটি|