প্রথম কান্নায় আমি হয়েছি সফল
ডিসেম্বরে শীতে আমি ভীষণই একা
আপন প্রাণে উষ্ণতা যায়নি বিফল
ধাত্রী আঁচলে ঘুমিয়ে,ফুলপরী দেখা|
স্নেহের সুতোয় গেঁথে, আদি পিতৃ টানে
শ্রদ্ধা নামেই প্রথম সেই দেব সাক্ষী,
তের পেরিয়ে চোদ্দতে আজ পদার্পনে
বিঘ্নতা কাটিয়ে পাশে, মাতা বিশালাক্ষী|
চন্দ্র তপন তারারা যদিও দূরেই
উৎফুল্ল দেখছি যেন তাদের ভীষণ
দিব্যজ্যোতি ঢালছে যে তোমার তরেই
বলছে রাখতে যত্নে, জীবন দর্শন|
শ্রদ্ধার সাগরে ভক্তি ,সুউচ্চ লহরী
আগলে রেখেছে বিশ্ব, বিনিদ্র প্রহরী|
********