হলুদ শাড়ির মাঠ মেঠো আল পাড়
সর্ষে সুন্দরীর হাসি অতি মনোরম
মিষ্টি রৌদ্রের আশিস শীতের বাহার
মৌমাছির জিভে জল থাকে হরদম|

যতদূর যায় চোখ হলুদের থান
হরিৎ বুটিক কাজ কাছে গেলে পাই
কৃষক বুনেছে নিজে অতি ভাগ্যবান
পতঙ্গরা ভালো চায় বিচরণ নাই|

দুঃখের ডালিতে দুখ প্রতি শীতে ঢেলে
হলুদ শাড়িতে মুগ্ধ সকলেই হয়
সুখ কিনে ঘরে ফেরে সবে দলে দলে
কৃষকের শাড়ি খানা ক্ষেতে পড়ে রয়|

বছরের পরে ফেরে যে দর্শক গণ
পারে কি বুঝিতে ব্যাথা কৃষকের মন|
             ********