সময়ের বন্ধু আমি, পাত পেরে খাই
তোমাকে স্মরণ করি আমি কমজোর
স্বর্গের সিঁড়ির কথা বলি নির্দ্বিধায়
তুমি বেবকুফ তাই বন্ধু আজ মোর|

বুঝতে বুঝতে শেষ এ জীবন চলা
চালাকি ভেল্কিবাজিটা তোমার অজানা
দৈয়ের মাথাটা বেশ এ তোমাকে বলা
মোটা মাথা বুঝি তাই বুঝেও বোঝোনা|

তবে তুমি খেয়ে যাও বাদামের খোসা
আমার ভীষণ লাগে রসে ডোবা বড়া
দান ধ্যান পূণ্য কর্ম তোমাদের আশা
আমারতো চাই শুধু হাহাকার ধরা|

হরিলুট খাই আমি প্রণাম ঠুকেই
তোমরা থাকতে পার গামছা বেঁধেই|
                    *****