থেমে থাকেনা বয়স না থাকে যৌবন
আপন গতিতে চলে নিয়মের বলে
বেকারত্ব কুঁড়ে খায় সদা সর্বক্ষণ
বাঁচতে চায় সকলে, পড়ে যাঁতাকলে|
হাহাকার দেখা যায় যেদিকে তাকায়
কল্যাণ করণে ব্যাস্ত অনেক সেবক
ভুক্তভুগি ছেলেমেয়ে সত্যি নিরুপায়!
বোঝেনা মনের কথা অতিপ্রিয় লোক|
বাড়ছে বয়স আর জৈবিক চাহিদা
শুধু কি ধনীর দেহ গরিব কি জড়!
জল মুড়ি খেয়ে কাটে গরিবের ক্ষুধা
লুপ্ত অনুভূতি দেখি হতেপারে বড়ো|
ধনীর সন্তান থাকে খুব দুধে ভাতে
আমাদের পথ শিশু ডাস্টবিন চাটে|
***-----***