তুমি তো পারিবে রাখিতে
তোমার মনো মন্দিরে
সহস্র জনম ধরে
সুন্দর এই পৃথিবীতে,
সাগর যেমন ধরে রাখে
অসংখ্য অজানা নদীকে||
তোমার তরে মোর নিবেদন
রেখো তুমি হিয়ার মাঝারে
আমি ভীষণ ক্লান্ত, ভবঘুরে!
তোমার ছায়াতে জুড়াবে মন|
অনেক দেখেছি আমি মরীচিকা
বনানী শ্যামলী আর সাগরিকা||
তোমাতে দেখেছি আমি বিশাল আকাশ
মেঘেদের ছোটাছুটি তারাদের মৃদু হাসি
গভীর সমুদ্র হতে ভেসে আসা জলরাশি
যেখানেই মুক্ত পেয়ে হবে তৃপ্তির অবকাশ||
যদি পাই আশ্রয়
একটু মনের ঠাঁই
মাখিবনা আর ছাই
শীতকে করিব জয়|
ভস্ম রাশি ফেলিয়া আসিয়া জলে
আশ্রয় লইব উষ্ণতার ওই কালো কুন্তলে|
আমি যে দেখি, প্রশস্ত নয়ন
মিষ্টি চাউনি,সুদীর্ঘ বেনুনী
এক পবিত্র রমণী
বিপাকে চক্ষু হইয়া অসচেতন|
রাখিছ অযতনে আপনারে তবুও অপরূপা
শত জনম ধরে দেখেছি আমি শুধুই মরীচিকা||
********