আমরা যাব কোনখানে?
আপন হিয়ার মাঝখানে|
দাসত্বের শৃঙ্খল মুক্ত হবে?
ভেড়ার চাল ছাড়তে হবে|
তবে কি আসবে স্বাধীনতা?
আত্মা বলেনা মিছে কথা|
হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ?
ওদের মনেও খুব অবসাদ!
গা ভাসিয়ে গেলেই তবে?
প্রসব বেদনা ভুলেই যাবে!
সংগ্রাম বিনে সাময়িক জয়
ঐ পোল্ট্রি মুরগি যেমন হয়
গতর ফোলে রাতারাতি
তাড়াতাড়ি নেভে বাতি|
******