কবিতা:-লতার সাথে আড়ি
✍️আশিস চক্রবর্তী ✍️
লতায় শাখায় ঝগড়া আড়ি
বৃক্ষ যে ভীষণ অহংকারী!
ফুলের সাথে ভীষণ ভাব
দারুনতো তোমার স্বভাব!
ফুলকে বুকে জড়িয়ে নিয়ে
স্বপ্ন যে যায় গহীন বনে
লতা শাখায় দোষের ডালি
বনের তুমি যে প্রভাবশালী!
যদিও লতার পেঁচানো স্বভাব
তোমার মনে কিসের অভাব?
ফুল লতাতে বিভেদ আনো
একি বনানী পথের পাগলামো!
ভেবেছ কখনো একটি বার
বনানীই তোমাদের সংসার,
সকল লতা ছিঁড়লে তবে
সোহাগ ফুল ফুটবে ভবে?
যতই আকাল হোক রসের
শিকড় আছে বড়ো দৈর্ঘের
আর গুটিয়ে রেখনা শিকড়
ছড়িয়ে দিলেই দুখ অবসর|
*********