কলঙ্কিনী নহে চাঁদ আদিতেই ভ্রম
আধুনিক এককোষী ফেলে দীর্ঘশ্বাস
হিয়ার মাঝেতে রয় উপমা চরম
স্নায়ুতন্ত্রে প্রবাহিত সুদৃঢ় বিশ্বাস|
চন্দ্রমার লাবণ্যতা অনন্ত যৌবনা
সুদৃশ্য পদ্মলোচন স্রষ্টারই দান
যুগে যুগে ঢালিয়াছে মধুর চন্দ্রিমা
সীমাহীন শ্লেষে চন্দ্র হারায়নি মান|
কৌমুদী ঢালিছে তবু নহে উচ্ছাসিত
গগনের সাথে কভু হয়নি কোন্দল
বিরাম বিশ্রাম হারা গতিতে ধাবিত
হৃদয় সাগরে মেলে শ্যামল বাদল|
সৌন্দর্যের তটে স্নান অনাদির কৃপা
যায়না সেকথা ভোলা, কৃতজ্ঞতা মাপা|
*********