মেঠো পথে গরুর গাড়ি
যাচ্ছে যদু শশুর বাড়ি
বসত ছেড়ে বহু দূরে
সুন্দর গ্রাম পাহাড়পুরে|
ঘোমটা ঢাকা গাঁয়ের বধূর
বলছে কথা সঙ্গে যদুর
খেজুর রসের টাটকা হাঁড়ি
দিন এগোতেই হয়েছে তাড়ি|
পথের ধারে একটু বসে
গ্রামীণ বধূর সঙ্গে হেসে
তাড়ির হাঁড়ি তুলছে মুখে
বলছে কথা মনের সুখে|
অনেকটা পথ রয়েছে বাকি
বধূ বললে হচ্ছেটা কি?
বাবা মায়ের নাম ডুবাবে?
মুখের তালা চাবি নেবে|
ভীষণ রাগী আমার বাবা
এমন দেখলে দেবেই দাবা|
*****