বর্ষ বিদায়
শিরোনাম:- দুই হাজার কুড়ি
কলমে:-আশিস চক্রবর্তী
*************************
বিষে বিষ সাল
হয়েছে বেহাল দুঃখ কষ্টে মানুষ
তারই মাঝে আকাশে উড়েছে
অনেক অনেক ফানুষ!

কেটেছে ফেটেছে ঘেঁটেছে পেট
ফাটেনি হৃদয় টুকু,
বছর যাবৎ পাইনি শিক্ষা
আমাদের খোকা খুকু|

তান্ডব ঝড় আম্ফান নামে
তীব্র গতিতে এসে,
ভেঙেছে টাওয়ার শত শত গাছ
হরণ করেছে শেষে|

ভারত মায়ের সন্তানেরা
দিয়েছে বলিদান,
অটুট আছে সীমানা বিবাদ
চীনারাও সাবধান!

দক্ষ পাইলট রাফাল এনেছে
সুদূর ফ্রান্সে থেকে,
তাতেই ঘন্টি বেজেছে চীনের
ভেগেছে পিছন দিকে|

শখের ঠিকটক মুছেছে সকলে
দ্রোহের আগুনে সবে,
মজের মজায় মেতেছে ভায়েরা
বোনেরা খুশিতে যবে|

সুশান্ত খবরে পড়েনি পলক
টিভির চ্যানেল যত,
ভীষণ বিরহে ভারতের মন
হয়েছে চরম ক্ষত|

ভীষণ এক পঁচা শামুকে
কেটেছে মানব পা,
আশায় আমরা ওষুধ আসবে
ক্ষত দগদগে ঘা!

দর্শক বিনা মাঠ দেখেছে
আই পি এলের খেলা,
এসব কথা ইহ জীবনে
যায় কি কখনো ভোলা?
            ********

ভালো থাকুন সবাই|সুস্থ জীবন সাথে|
আবার দেখা হবে সংগ্রামী জীবন পথে||