আত্ম মন্থনে যেজন দেখিছে নিজেরে
মনের মন্দির দ্বার রাখিয়া পবিত্র
চেতনা জাগিবে নিত্য হৃদয় মন্দিরে
সমষ্টি আনিবে স্বচ্ছ সামাজিক চিত্র|

বসন্ত নিশীথে রঙ্গে হৃদয় মাতিয়ে
ছুটিছে লভিতে সুখ রতন পাহাড়ে
সুখ সে পথে কণ্টক রাখিছে বিছায়ে
তিন অংশ জলে মূল দুখের সাগরে

জ্ঞানের তৃষ্ণা জাগিলে মুক্তি বিপদের
অতৃপ্ত কেহ  রবেনা জগের মাঝারে
সহসা সহস্র খুশি চিত্তে মানবের
বহিবে স্নিগ্ধ পবন বিশুদ্ধ অন্তরে|

অভ্যস্ত হইবে জীব,বিশ্বে রণাঙ্গনে
অতীব কষ্টেই খুশি থাকিবে জীবনে|
           *******