বুঝিনা আমরা কভু এই সত্যটাই
নেশার ঘোরেই চলা সুন্দর ভুবনে
নাহি ডাকি এসো সবে মোরা ভাই ভাই!
দুখেতে আমরা কাছে তোমাদের সনে|
মৃত্যুর পূর্বের শ্বাস নয়তো পবিত্র
কালো মেঘে ছেয়ে থাকে হৃদয় আকাশে
বজ্রপাত সর্বক্ষণ নাহি কেহ মিত্র
ডেকে যায় দাঁড় কাক কা কা শেষে|
তবুও বলিনা মোরা থেকো ভালো সবে
মিলেমিশে করি কাজ জীবিত বেলায়
স্রষ্টাতো দিয়াছে অগাধ, বৃথা নষ্ট ভবে!
অন্ধকার ঘনীভূত পায়ের ধুলায়|
একবার সবে দেখি হৃদয় মাঝার
পাইবে কী এ জনম জীব বারবার|
***---***