পূর্ণিমার মধুরিমা ভালোবাসি আমি
ভালোবাসি অমাবস্যা মিশমিশে আঁখি
চাঁদের কলঙ্ক দেখে দূরবীন দামি
কৃষ্ণপক্ষে নিশুতির অভিযোগ ঢাকি|

সাগরে দিয়েছে ডুব অনাদি তপন
রাতের প্রহর গোনে একা ধ্রুবতারা
যামিনী বিদায়ে যায় মধুর স্বপন
একে একে ঘুম পাড়ে মিটমিটে তারা|

আশাহত নয় পানি ঐ বাষ্পের সাথে
ফিরে এসে দেখে নিজে আছে সেই জল
খানিকটা ভয় ভীতি আকাশের পথে
পুনরায় গতিবেগে চলে কলকল|

পেঁজা তুলা ভেসে যায় দূর বহুদূর
দিবাকর হাসিতেই ফুটিবে রোদ্দুর|
                *****