মুর্ছিত মোর চেতন,
উঠিবে আবার জাগিয়া ।
শুভ্র ভোরের স্নিগ্ধ আভাসে,
প্রস্ফুটিত হবে মেলিয়া ।
অশনি হয়ে হানিব আঘাত;
চূর্ণ করিব সকল ব্যাঘাত ।
আসুক, কালের ভূজঙ্গ ,
উঠুক, উদ্ধত তটিনীর তরঙ্গ ।
মর্মে আমার ভেদিছে,
ক্ষিপ্রতরীর চেতনা
পাড়ি দিতে চাহি, দুর্গম কূল
হৃদয়ে জাগিয়াছে প্রেরণা।
আমি যুবক,
জানি, আসিবে অনেক প্রলয়,
করিতেই হবে জয় ।
সম্মুখে উঠিবে অজস্র ঢেউ ;
সহায় হবে না কেউ,
তবুও মানিব না হার
উচ্চেই ছাড়িব হুংকার।
হবো না নত
মোর বিক্রম শির,
রহিবে চির উন্নত ।।