ঝঞ্ঝাটে আজি ঘন বর্ষণে,
কম্পিত-ধ্বনি গর্জে গগনে !
বৈশাখী-দাহে ধরনী ভগ্ন
শ্রাবণে ধরাতল জল-মগ্ন ।
চঞ্চল-বিহঙ্গ-হর্ষে-কুহরে ;
উদবেলিয়া উড়ে সুদূরে-অম্বরে ,
আলোকে-উজ্জ্বলে অরুণ-দোলে
সিক্তপত্র হাসে দুঃখ ভুলে,
চঞ্চল-প্রভা উজ্বল-প্রত্যুষে
শান্ত-তরু, কন্দ জলে ভাসে।
উদাসী-হাওয়া-বহে দখিনাহ্বানে ,
শাওন-সিক্ত-মেঘ, মাঠে-ধান-বোনে।
পল্লী-গৃহীনি দোদুলে গগন-পানে ;
সুদূরে-বাঁশরী-বাজে আপন-চিত্ত-গানে।।