ধন্য এ নিখিল ভুবনে,
                             পন্য হয়ে রই
নিজেরে আপন করিতে গিয়ে
                              পরকে আপনে লই ।
আপনার তরে হই বলিদান,
চুকিয়ে মনের সব অবসান
                        তবু, আপনারে নাহি পাই,
নিজেরে আপন করিতে গিয়ে
                                পরকে আপনে লই ।
জীবনের পথে ছুটিতে ছুটিতে
আঘাতের ব্যাথা ভুলিতে ভুলিতে
                                      ক্লান্ত হইয়া যাই,
নিজেরে আপন করিতে গিয়ে
                               পরকে আপনে লই ।
লক্ষ্য পূরনের বিশ্বাস নিয়ে,
হৃদয়ে মোর ভরসা জাগিয়ে
                                      কর্মে  নিবিষ্ট হই,
নিজেরে আপন করিতে গিয়ে
                               পরকে আপনে লই ।
সর্ব ক্ষনে, সর্ব স্থানে
নিজেকে মিলিয়ে সর্ব গানে
                              নিজেকেই ভুলে যাই,
নিজেরে আপন করিতে গিয়ে
                               পরকে আপনে লই ।
মানুষের সাথে মানুষ ভেদে,
নিজেকে সরিয়ে আপন জেদে
                            দম্ভে নিজেরে ভাসাই,
নিজেরে আপন করিতে গিয়ে
                               পরকে আপনে লই ।
দিনের শেষে, মৃত্যুর কালে,
অন্তর মোর চিত্তকে বলে
                             পর-আপন কিছু নাই,
বিশ্বের দ্বারে মনুষ্যকূলে
                                সবেরে তোর ভাই।
তাই, নিজেরে আপন করিতে গিয়ে
                               সবারে আপনে লই ।