বৃষ্টি হোল জল কই!
কৃষক মাঠে চাষ নেই,
ধানের গোলা খালি বসে
শালিক পাখি দেখে এসে।
খিদের জ্বালায় হন্যে করে
নুড়ি খেয়ে পেট ভরে,
বাচ্চাগুলো খায়নি বাসায়
বসে আছে মায়ের আশায়।
মাকে দেখে আনন্দে মাতে
এবার বুঝি পাবো খেতে,
খাবার নিয়ে মা এলো
এত খাবার কোথায় পেল?
ক্ষুধার্ত বাচ্চা খেয়ে নিল
নুড়ি আটকে মরেই গেল।
খানিক পরে বৃষ্টি এলো
বৃষ্টিতে বাসা ভেঙে গেল,
সমস্ত জমি জলে ভরে
কৃষক মাঠে চাষ করে।
মাঠ ভরে ধান হোল
কৃষকের গোলা ভরে গেল,
মা-শালিক বসে গাছে
গোলা ভর্তি ধান আছে
কৃষক বলে, খাস নে কেন?
ধানের গোলা খালি যেন!
শালিক কহে চোখের জলে
খাই না ধান খিদে পেলে ।
নুড়ি খেয়েই খিদে মেটাই,
ধান খাওয়ার লোক যে নাই
ধান দেখলে হয় যাতনা
ধানে পেট ভরে, হৃদয় ভরে না।।