ওহে যুবক, তুমিই বীর
ইচ্ছা তোমার পর্বতসম, তোমারই উন্নত শির।
আদর্শ তোমার উজ্বল নিষ্কলঙ্ক নির্দোষ
তুমিই তো সেই বীর, অন্যায়ের কভু করোনি আপোস,
তোমার দেহ বজ্রদেহ হৃদয়ে ভরপুর অমিতশক্তি
এক হস্তে গুলি-বারুদ অপর হস্তে মাতৃভক্তি ,
কত অশনি হানিছে আঘাত নমিত করিছে তব শির,
জাতির প্রেমে মগ্ন হইয়া কর্মে তুমি বীর।
দেহমন সঁপিয়াছিলে, আহুতি হল তোমারই জীবন;
দেশের লাগি কামের জলে করনি নিজেকে বিসর্জন,
তোমারই বীরত্ব, তোমারই তেজ, তোমারই হৃদয়ে বীর সুভাষ
তোমারই আগমনে পুঁজিরা পেল প্রলয়ের আভাস।
বিশ্বভুবনে ভ্রমণ করিয়া তুমি করেছিলে শক্তির খোঁজ
তুমিই গড়েছিলে মহামন্ত্রের আজাদ হিন্দ ফৌজ,
চেয়েছিলে রক্ত তুমি, দিয়েছিলে স্বাধীন উক্তি
তোমারই মনে চরমপন্থী, হৃদয়ে উজ্বল দেশভক্তি।
তোমারই তরে পাখিরা মেলিছে মুক্ত আকাশে ডানা
দেশের সীমান্তে স্বাধীন যুদ্ধে সাহসে নেই মানা,
তুমিই বীর পুত্র, ধরিলে অস্ত্র, যুদ্ধ সাধিলে মনেপ্রানে
তোমারই রক্তে মায়ের আঁচল উড়িছে আজি অনন্ত-গগনে।।