কালো বলে কেন এতো অবহেলিত
কালো বলে কেন এতো অপমানিত
কালো বলে কি আমরা মানুষ না।
কালো মানুষ কি পারেনা কাউকে ভালোবাসতে
নাকি তাদের ভালোবাসার অধিকার নেই
নাকি তারা ভালোবাসতেই জানেনা।
রাত ও হলো অনেক কালো
তাই বলে কি রাত নয় ভালো?
নাকি দিনের সূর্য ওই ভালো।
কালোই নাকি ভালো এই সমাজে প্রচলিত
এই কথার মূল্য কি আজও আছে?
কালো কি হয়েছি আমি নিজের মতো
নাকি বিদাতায় করেছেন আমাকে কালো।
কালো বলে পেলাম না তোমায় প্রিয়
দেখো তুমি সারা বিশ্ব ঘুরে
আমার মতো কাউকে পাওনি কো খুঁজে।