আমার ঘরের বউ যে তুমি
করো যে কত বাহানা।
কিনে দিতে হবে নিল শাড়ি,
আরো সোনার গয়না।
আরো লাগবে নতুন টিভি,
কুকার, ফ্রিজ সঙ্গে নিয়া।
তোমার ভাইয়ের লাগবে টাকা
দিতে হবে যে আজকে।
ধরতে গেলে যায় না ধরা
থাকো যে দূরে দূরে।
বউ যাবে যে বাপের বাড়ি
আমায় সঙ্গে নিয়া।
বউয়ের জ্বলায় জ্বলে পুড়ে
জীবন হইলো কয়লা।
শালির লাগবে নতুন জামা,
আরো সোনার গয়না।
শালার লাগবে নতুন ঘড়ি,
আরো হাজার হাজার বায়না।
পারছিনা আর মানিয়ে নিতে,
তোমার বিলাসিতা জীবনের সাথে।
ভাবছি এখন একা বসে
বেঁচে যাবো যে মরণ হলে।