বাবা যখন ঘরে থাকেন,
আমি সেখানে খুব সুখী থাকি।
বাবা আমার জীবনের প্রথম শিক্ষক,
আমি তাঁর দরবারে শ্রদ্ধা জানাই।
বাবার হাতে আমি থাকি,
সে যে আমার প্রতিজ্ঞা জানে।
বাবার কথাগুলো আমার জীবনের গুরুত্বপূর্ণ পাঠ,
সেটি আমি প্রতিদিন মনে রাখি।
বাবার প্রেমে আমি ভরা,
তাঁর চমকপ্রদ চোখে আমি অন্তরে হাসি।
বাবার স্বভাবে আমি সদা সালাম জানাই,
জীবনে সে আমার সর্বোচ্চ আশা।
বাবার দোয়া সবসময় আমার সঙ্গে,
আমি আমার পথ চলি আমার স্বপ্ন জুড়ে।
বাবা আমার জীবনের অপরিসীম ধন,
তাঁর কবি হতে আমি চাই।