এ তোমার দান,যা তুমি দিয়েছ
অনুভব করি হৃদয় স্পন্দনে।
আমার সামনের ও পেছনের
প্রতিটি মূহুর্তে।
আমি শুনেছি,দ্ব্যর্থহীন ভাষায়
তুমি বলেছ বেঁচে থাক
বাঁচতে তোমায় হবেই।
আমি বাঁচি অনেক ঝড় কাঁটিয়ে
অশ্বথের শীতল ছায়ায়।
মায়া শাখা পাতার কুটিরে।
অতি শৈশবে বলেছ
তুমি হাঁট,
হাঁটলাম এক পা দু পা করে
পার হলাম অনেটা পথ।
অভিজ্ঞতার ঝুলি দিলে ভরে
তবুও অনেক বাকি রয়ে গেল,
তোমার দান নেবার সময় ।
একটা সীমারেখা টানা,
মনে থাকে না
অকৃত স্বের মত মাঝে মাঝে
ভুলে যেতে চাই,
এ তোমার দান,যা তুমি দিয়েছ।।