আমরা ষষ্ঠ প্রিয় সখি
ক্লাসরুমে আড্ডামারি।
যেখানেই যায় ফাজলামি
কৌতুহলি ও ছন্দে মাতি।
যে অক্ষরেই থাক আরম্ভে
তি,তা রয়েছে সমাপ্তের ছন্দে।
তাদের কথা বলব কি আর
এক এক জন রত্নাকার।
রীতা-গীতা পড়ার ধ্যানে,
ললিতা থাকে নিত্য ফোনে বন্ধু ভাবাপন্নে।
অদিতি থাকে বোঝার মনে,
আমি থাকি অবুঝ মনে।
সরস্বতী প্রেমের নেশায় মাতে,
তার মন শূন্যে ভাসে।।