খুব সকালে মাঠের ধারে হাঁটছি তখন পথে,
শিশির ভেজা ধানের খেত খাচ্ছে হাওয়ায় দোল।
সূর্য্যিমামা সকাল সকাল পরেছে রাঙার চোল।
দূরেই দেখি গাছ গুলি সব দাঁড়িয়ে সাথে সাথে।
দল বেঁধে চাষীর মেয়েরা আসছে মাঠের কাছে,
ধীরে ধীরেই মাথার উপর উঠেছে দিবাকর।
কম্পিত চোখে আচমকা দেখি কত দুর্ভিক্ষ ঘর।
লজ্জাবতীর গাছগুলো সব কুঁকড়ে আছে লাজে।
নদীর তীরে খেলছে বসে কিছু বালকের দল,
ফেরিওয়ালা গ্রামের মধ্যে বারে বারে শুধু হাঁকে।
রাখাল বালকের দল গরু নিয়ে আসছে ঘরে।
মৃদু বাতাসে আসছে বয়ে পাখিদের কোলাহল।
সূর্য্যিমামা অস্ত গেছে ওই বাঁশবাগানের ফাঁকে।
নব বধূ শঙ্খ বাজায় তুলসি মঞ্চে গৃহ দ্বারে।।
(প্রেত্রার্কীয় সনেট,অক্ষর বৃত্ত,মহাপয়ার,চরণ-চৌদ্দটি, অন্তমিল= কখখক:কখখক::গঘঙ:গঘঙ)