মল্লিকা নামে আমার এক বন্ধু আছে,
তার মন ছন্দে আছে।
চঞ্চল ও ক্রোধ স্বভাবী,
নানা রকম খামখেয়ালির।
ভালোবাসার গন্ধে ভাসে,
অট্ট হাসির গল্পে মাতে।
যখন-তখন বাজার করে,
অবশেষে ঘুমের ঘরে।
আমার কথা শুনলে পরে,
রাগ করে অবশেষে।
সুখ-দুঃখের স্বপ্ন দেখে।
মল্লিকা নামে আমার এক বন্ধু আছে।