"চরম সত্য"
- অনিতা মুদি
ঐ নীল আকাশের নীচে
ঐ কচি সবুজ বেলাভূমি দেখা যায়।
চাষ করে ওরা যাদের পেটে ভাত নাই।
দিনের শেষে খেটে খুটে
পায় তারা একমুঠো ভাত,এক চিমটে নুন।
আছে শুধু তাদের কষ্ট সহিষ্ণু
বক্ষপিঞ্জর শান্তশিষ্ট মুখ।
চায় তারা একথালা ভাত
যাতে মেটে পেটের ভুখ।
চায় না তারা বেশী কিছু ।
খেটে জীবন দেয়।
দিনের শেষে ঘরে ফিরে
দুঃখে জীবন করে ব্যয়।
মোদের মুখে অন্ন তুলে দেয় যারা
সাজানো একথালা ভাত কোনোদিন
পাবে কি তারা ??