শিক্ষাকে আদর্শ করে
ছাত্রছাত্রী ভর্তি হল প্রাইমারি স্কুলে।
মাস্টার মহাশয় শিক্ষার আদর্শ নিয়ে  
এগিয়ে এলেন মহান বলে।
কোনো ছাত্রছাত্রী আদর্শবান,
আবার কোনো ছাত্রছাত্রী আদর্শহীন।
আদর্শহীন ও আদর্শবানের মাঝখানে  
এগিয়ে তুললেন মহামিলনের স্থান।
এর মধ্যে শিক্ষালাভ করতে করতে
এগিয়ে গেল ছাত্রছাত্রী।
হয়ে উঠল দেশবিদেশের যাত্রী।
অনেক ছাত্র ছাত্রী শিক্ষার স্থানে
হলো মহান।
পেয়ে গেল দেশবিদেশের শ্রেষ্ঠ স্থান।
একদিন বৃদ্ধ মাস্টার মহাশয়।
রাস্তায় চলতে চলতে ক্লান্ত হলেন,
হঠাৎ বিদেশি ছাত্রটিকে দেখতে পেলেন
আনন্দ মনে কান্তিকে দাবিয়ে রেখে
মাস্টার মহাশয় এগিয়ে এলেন
ছাত্রটির দিকে।
কাঁপা কাঁপা স্বরে তাদের জড়িয়ে ধরার আশায়
বিদেশি ছাত্রটি মুখ ফিরিয়ে নিল
অহঙ্কারের নেশায়।।