জাগ্রত হও হে মানবজাতি
মানুষ মানুষের হও সাথী।
অন্ধকারকে পিছনে ফেলে
প্রলুব্ধ মানুষ যারা
প্রলোভন দেখায় তারা।
ঘোরে তারা স্বার্থের লাগি
স্বার্থের মোহে আছে জাগি।
হে ঈশ্বর,তুমি যারে দাও আলো
তাদের তো অন্ধকারটাই ভালো।
বোঝে না,তারা বোঝে না
আলো কি জিনিস, জানে না।
অন্ধকারের কীট যারা
বহুরূপী শয়তান তারা।
ভালো মানুষ সেজে দাঁড়িয়ে
অন্যের অর্থ নেয় ভুলিয়ে।
তাই আলো তারা চাইবে না
অন্ধকারটা তারা ছাড়বে না।
শিক্ষিত হয়েও বিবেক নেই যাদের
বিবেক শিক্ষিত হয়নি তাদের।
হে অন্ধকারের জীব, কি চাও ?
অন্ধকারে থাকা বিবেকহীন 'মান-হুশ'
বিবেক-বুদ্ধি দিয়ে করো তাদের মানুষ ।।