বদলে যাচ্ছে সবকিছু দেখতে দেখতেই যেমন
সবকিছুর ন্যায়  মানুষ গুলোও তেমন
হিংসা,ক্রোধ ক্রমশই বেড়েই যাচ্ছে মনে
এই সবই নিয়ে যাচ্ছে মানুষকে ধ্বংসের দিকে টেনে।

সকাল হচ্ছে রক্ত দেখে বিকেল যাচ্ছে আতঙ্কে
সেই ভাবে এগিয়ে যাচ্ছি আগামীদিনের দিকে
মায়াহীন,মমতাহীন হচ্ছে ক্রমশ
সেই কারণই করবে আগামী প্রজন্ম ধ্বংস।

জাগো জাগো জাগো রে সবাই
আমরা যে ভাই ভাই
এক একজনের বিপদ করে
আমরা কি পাই?

ধ্বংস থেকে বাঁচতে এগিয়ে যেতেই হবে
নিজের মনকে ঠিক করে ভালোবাসায় ফিরাতে হবে
আজ না হোক কাল হবে আস্তে আস্তে আসার পূরন।
তখন দেখবে মনে আসছে আস্তে আস্তে স্বস্তির কিরণ।