মনুষত্ব বলে নেই যে আর কিছু 
টাকা দিলেই হয়ে যায় এখন সবকিছু
টাকা ছাড়া থাকে না কেউ আর পাশে
টাকা হলেই দেখবে মৌমাছি ন্যায় সব ঘুরছে চারিপাশে
"টাকাই মান,টাকাই সম্মান,টাকাই আপনজন
টাকা ছাড়া এখন আর কেউর হয় না জয়"
এইরকমই চলে আসছে বছরের পর বছর
নিজের স্বার্থে করছো তুমি সবকিছু উপার্জন
কিন্তু ভেবেছো পরের জন্য কি করেছো কখন..

কত মানুষ পড়ে আছে খাওয়া ছাড়া দিনের পর দিন
তাদের উপর লক্ষ্য করলে হয়না তোমার একটুখানি ক্ষীণ
শেষ হবেনা অনেক কিছু সাহায্যের হাত বাড়ালে
হয়তো তোমার দ্বারা অনেক মানুষ পাবে হাসি মুখ ফিরে
কত আনন্দ লাগবে তখন হয়তো তার অনুভূতি নেই এখন
করে তো দেখো একবার..টাকা টাকা না করে আর।