মুখে মুখে ঘুরে বেড়ায় কত মমতা
কিন্তু বাস্তবে নেই যে তার দেখা
সকাল থেকে রাত্রি সবই হয় ভঙ্গি
মমতাহিন দেশের কেহ হবেনা তোমার সঙ্গী।

এগিয়ে এলাম যে আমরা কতই দূরে
আর দূরে ফেলে এলাম যে আমিটাকে
নিজেই তুমি দেখো নিজেকে...
যখন তুমি দেখবে নিজেকে
দুঃখে কাতর হয়ে উঠবে সেখানে।
দয়াহীন,মমতাহীন নিজেকে
পাথরের ন্যায় লাগবে সেই সময়ে।

দয়া মমতা গুলোকে নিজের মনে আঁকড়ে রাখুন
হিংসা ক্রোধ ত্যাগ করুন..
পরের জন্য বাঁচতে শিখুন
অন্যের খুশিতে নিজের খুশিটাকে লক্ষ্য করুন
ভগবানকে অন্যের মধ্যে দেখার চেষ্টা করুন।।