কবিতা : তোমার রূপালী রাজত্ব।
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ১৫ অক্টোবর ২০২০।
হে ভালোবাসা ;
মৃত্যুহীন তুমি, অন্তহীন,
থামতে জানেনা তোমার আপোষহীন পা।
চোখের পাপড়িতে ভূমিষ্ট তুমি,
তরু থেকে হয়েছো বৃক্ষ অনড়।
নদীর বাড়ন্ত শরীরে,
অতিক্রান্ত করেছো প্রশান্তের বুক।
পিদিমের আলো থেকে দৌড় দিয়ে,
বসত নিয়েছো চাদের আকাশ।
কৈশরের ভাঁজে ভাঁজে যখন একদিন,
শুরু হয় পৌড়ের ভীড়,
তখনো পাথরের ঘ্রাণে ভেজা হাতে,
তুলে দাও তুমি প্রেয়সীর গোলাপি মুখ।
পানকৌড়ির ঘরে ফেরা পাখা থেকে নেমে আসা অন্ধকারে,
যখন মানুষ শুরু করে রাতময়, ক্লান্তির সাঁতার।
তখনো যুবতী জোনাক তুমি,
বনতলে ডাক দাও কুড়াতে বকুল।
হারানো গন্ধের দেশে জাগাতে চাও,
মরে যাওয়া বুক।
মানুষের ভীতু আত্মা যখন,
পৌরাণিক প্রাসাদের ভূতুড়ে আওয়াজে,
ছেড়ে যায় নগরের বসত।
তখনো মায়াবী চাদের জ্যোৎস্নায়,
বুকে বুকে বিস্তার করো তোমার রূপালী রাজত্ব অপরূপ।
আগুনের পোড়নে,
ঝড়ের ভাঙ্গনে,
যখন মানুষ ;
কদর্যে কদর্যে একাকার,
তখনো তোমার চোখের জলপ্রপাত,
নেভায় শরীরের আগুন ক্ষেত।
হে ভালোবাসা ;
কী এক অদ্ভুত শেষহীন শুরু তোমার!
কিছুতেই শেষ মানোনা তুমি,
মৃত্যু যখন দু'হাতে গোছায়,
মানুষের সোনালী শরীর,
তখনো তুমি কবরের চাপা অন্ধকার,
দু'হাতে ঠেলে উত্থিত ঈসার মতো,
হেটে আসো পুণর্বার।
জল হয়ে ফিরে আসো,
চোখে মুখে একাকার।
হে ভালোবাসা ;
চোখে চোখে বিস্তার তোমার,
বুকে বুকে আবাসন।
মৃত্যুতে মৃত্যুতে উত্থান তোমার,
স্মৃতিতে স্মৃতিতে প্রত্যাবর্তন।
ছুঁয়েছো আকাশ,
ছুঁয়েছো মাটি,
চৌদিকে রূপালী রাজত্ব তোমার।
যুগে যুগে মহীয়ান তুমি,
আমার বুকের শিকড়ে শিকড়ে,
তোমার বিশাল বিস্তার।।