কবিতা : অথচ তুমি নাই।
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ২ নভেম্বর ২০২১।
বাতাস খেয়ে খেয়ে বেঁচে আছে নিঃশ্বাস
রক্ত খেয়ে বেঁচে আছে হৃদপিণ্ড
কিন্তু আমার এ মন কী খেয়ে বাঁচবে বলো?
বাঁচার জন্য এখনও তো চাই
নিজস্ব কিছু সঞ্চয়।
আমি চাই আঙ্গুলে জড়াতে
তোমার ঘন কালো চুল
সোফায় এলানো
লাল আঙ্গুর শরীর, বাশ পাতা চোখ
দূর্বা কোমল বুক
মৃগ নাভী গন্ধ রূপ স্পর্শ
শীতলক্ষ্যা বুক
অথচ তুমি নাই।
জলের রেনু ছেড়ে উড়াল দিয়েছো তুমি পানকৌড়ি পলাতক।
কাশবনের সাদা গজানো বুকে
তোমার ওড়নার সমুদ্র বাতাস
রচেনা কবিতার শ্লোক।
আজ তুমি নেই কাছাকাছি, পাশাপাশি
বুকের বসনে নেই তোমার শরীরের সুখ।
আকাশের জাগতিক নীল ব্যাধি
কুরে কুরে খায়
আমার নিঃস্ব বুক।
আজ তুমি আমি মুখোমুখি
মহা দূরত্বের আকাশ ও মাটি।
আলোক বর্ষ দূরে দাঁড়িয়ে আমি
রেখেছি ধরে সঞ্চয়ের শূন্য বাটি।
বাঁচার জন্য এখনও কিছু সঞ্চয় চাই
স্বপ্ন চাই, সুখ চাই
ঝাড়বাতি তলে
বিছানার চাদরে
রাতভোর তোমার মাখামাখি চাই।।