কবিতা : নারী ও নদী।
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ০৬ নভেম্বর ২০২১।
নারী ও নদীর সাথে কোনো চুক্তি নেই আমার।
কেননা ঐ নদী তাঁর পাড় ভাঙা পায়ে
বহুবার দখল নিয়েছে আমার পৈত্রিক ভিটা।
আর নারী ও তাঁর বেদুইন তীরে
বহুবার বিনষ্ট করেছে
আমার হৃদপিণ্ড।
ঐ নদী বহুবার নষ্ট করেছে
তাল পাতা ঘরে
বাতাসের সাথে
আমার সন্ধ্যার আড্ডা।
তাই নদীকে কখনোই বিশ্বাস করিনা আমি।
কখনোই তাঁর সাথে কোনো চুক্তি হবেনা আমার।
যদিও কেউ কেউ সিঁদুর আর নথের শিকলে ঘরে বেঁধে রাখে
নারীর শরীর
যাকে নারীরা কেবলই গৃহবন্দী বলে।
আসলে নারী গৃহপালিত কোনো ময়না, টিয়া নয়
সে চিরকাল বুনো পাখি।
গৃহ নয় আকাশের সীমাহীন সীমানায় সীমানা তাঁর।
তুমিও অবাধ্য পালকের পাখি।
গৃহত্যাগী সমুদ্র পাড়ি দেওয়া উচ্ছ্বল যাযাবর।
তুমিও অধিনস্ততা মানোনি আমার।
বহুবার ভাষান্তর করতে চেয়েছি তোমার।
তোমার জিহ্বায় তুলে দিতে চেয়েছি আমার নিজস্ব শব্দাবলী।
অথচ তোমার দু উরুর বোধের ভেতর
শব্দ শৃঙ্খল মানোনি তুমি।
তুমি বিশ্বাসের সমুদ্র সীমা পাড়ি দিয়ে
যাযাবর বেদুইন নদীর পাড়ের মতোই
পাড় ভাঙা পায়ে গুছিয়েছ
আমার বিশ্বাসের সীমানা প্রাচীর।
তাই নদী ও নারীকে
বিশ্বাস করিনা আমি।
তাদের সাথে নেই আমার কোনো চুক্তি আর।।