কবিতা : ফিরে এসো তুমি।
কবি : অরণ্য মজিদ।
তারিখ : ২০ নভেম্বর ২০১৮।

সেই যে তুমি চলে গেলে
তারপর কতবার
সূর্য ঘুরে ফিরে দেখে এলো পৃথিবীর বাড়ি।
সেই বকুল গাছ
কতবার গর্ভবতী হলো
ফুলেরা কতবার মাটিতে ঝরে
হাতড়ে হাতড়ে খুঁজল
তোমার শিশির ভেজা হাত।
কতবার বরষায় ধলেশ্বরী নদী সাঁতরে সাঁতরে উঠে এলো তোমার বাড়ির আঙ্গিনায়।
অথচ ফিরলেনা তুমি।
ভোরের মোরগ আজও ডাকে তোমার নাম ধরে, পোষা ময়না, টিয়ার কন্ঠস্বরে তোমার মায়া ঝরে।
সূর্যদয় চুপচাপ দাড়িয়ে খোঁজে
তোমার ঘুমে ধোঁয়া মুখ।
ভোরের আবছা আলোয়
পাখিরা না পেয়ে তোমায়
মেতে ওঠে কিচিরমিচির জটলায়।
ফিরে এসো তুমি
এভাবে আর কতটা গোধুলি বেলা
অন্ধকারের সাথে
খেলবে ছলনার খেলা।
আর কত বঞ্চিত দিনেরা
উড়ে যাবে ক্লান্ত পাখায়
যে আকাশ ভরে আছে তোমার শূন্যতায়।
ফিরে এসো তুমি অতি দ্রুত।
যেভাবে যুদ্ধ জাহাজের পাখার আওয়াজে,
ঘর বোঝায় আসবাব ফেলে, দেশ ফেলে,
মায়া কান্না ফেলে
মানুষে দেশ ছাড়ে আপন পায়ে।
আমি চাই ফেলে আসো তুমি
তোমার স্নান ঘাট,
উনুনের আগুন,
আলনার কাপড়,
বাসন-কোসন।
সব কিছু ঝেড়ে ঝুড়ে সন্ধ্যায় শান্ত নদীর মোহনা ফেলে,
পানকৌড়ির ব্যস্ত পাখায় ফিরে আসো তুমি
আমাদের এ স্বপ্ন পাতায় ছাওয়া মায়াবী নীড়ে।
আমি চাই তোমার
প্রতিটি বিকেলের বকেয়া চুম্বন,
আমি চাই সিঁদুর বাটি,
কপালে তোমার রক্ত চন্দন।
আমি চাই
আমার হাতের
স্বাধীন তালুতে তোমার
উড়ন্ত চুলের উল্লাস,
আমি চাই চোখে তোমার
বয়স্ক ভালোবাসার
চাহনি আহলাদ।
আমি চাই ঠোঁটে তোমার
না বলা গল্পের
প্রবল আলোড়ন।
আমি চাই তোমার রুপালি শরীরে পূর্ণিমা তিথির সাক্ষাৎ দর্শন।
যদি না ফের তুমি তোমাকে দেব আলটিমেটাম, ঘেরাও-ঘেরাও,
হরতাল, অবরোধ।
এই শহরের শ্রেষ্ঠ বখাটে হব আমি।
সিগারেটের আগুনে পোড়াব ঠোঁট।
পান সুপারির লাল রঙে রাঙাবো পাজামা, পাঞ্জাবি আমার,
ভেঙে দেব আমার ভদ্রতা, সভ্যতার চকচকে আচরণ।
এ শহরের শান্তি ভাঙবো আমি,
ভাঙবো শহরের মেন গেট, রেল গেট, ওয়ারলেস টাওয়ার,
লন্ড-ভন্ড করব সার্কিট হাউজ,
ভাঙব রাতের ঘুম ত্বনয়া শহরের,
কাড়বো হুইসেল ঢুলুঢুলু ঘুমেরত ফাঁকিবাজ পুলিশের।
যদি না ফের তুমি
তবে এ শহরের একশোটি মোড়ে লিখব তোমারই নাম সোনালী হরফে।
তোমার নিরুদ্দেশ, নিখোঁজ সংবাদে ভরে দেব প্রথম আলো, কালের কন্ঠ, যুগান্তরের বুক।
যদি চাও,
সদরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করতে পারো তুমি।
আমার অনাচার, অত্যাচার, জুলুমের বিচার চাইতে পারো তুমি।
আমি চাই ধৃত হই,
রিমান্ডে যায়,
বৈদ্যুতিক শকে,
কুকুরের দু'পায়ে আওলানো বুকে
তোমার বিকৃত মুখ সকলকে দেখায়।
আমি চাই
আদালতে মুখোমুখি হই কাঠগড়ায় দাড়িয়ে বলি  
তোমার সেই চোখ দুটি কই?
এসোনা এক জেলে
এক সেলে
এক সাথে রই।