শূন্যতাকে সাথী করে লক্ষহীন
সময়ের পদচিহ্ন ধরে পথ চলছি  
সহস্র বছর অব্দি।

বিরতিহীন পথে ক্লান্তি এসে
বহুবার আমাকে জড়িয়ে ধরেছে!

আমি কখনো প্রশ্রয় দেইনি
ছুটে চলছি দুরন্ত দুর্বার গতিতে,

অজানা এক শব্দের মধ্যে দিয়ে
এই পৃথিবীর সমাপ্তি ঘটবে ?

কেবল বেঁচে রবে মরুভূমি আর
আমার প্রেম।

অনন্তকালের সঙ্গীরা চলে যাই
নতুনের খোঁজে। আমিই কেবল
পড়ে রয় মরুভূমির প্রান্তরে,

মানুষ মানুষের প্রেমে পড়ে আমি পড়েছি
মরুভূমির কি নির্বোধ কি নির্বোধ ?