জমিদার সাহেবের বাড়িতে নতুন
একটি সিংহ মূর্তি স্থাপন করা হয়েছে,
চারিদিকে বিচিত্র সব কারুকাজ,!

মন্দিরের সামনে নতুন আরেকটি
প্রজাপতির মূর্তি স্থাপনের নীতিগত
সিদ্ধান্ত নিয়েছেন জমিদার সাহেব!

বাড়ির চারপাশে বিভিন্ন ফুলের
বাহার ঐ যেনে রূপকথার নগরী ।

গেটের কাছেই বেশ বড় বড়
অক্ষরে লিখা আছে একটি বানী,

সকালে ফুটে ফুল বিকেলে ঝড়ে যাই
এমন আনন্দ ধারা ধরে  রাখা দাই!

আফসোস দুরন্ত জমিদার সাহেব
আজ ইতিহাস আর আমি অতিত?