শুন্য হাতে শুন্য পাতে,
শুন্যের মাঝে ঘুরি।
শুন্য দিয়ে শুরু করে,
শুন্যের সাথে জুড়ি।
বামের শুন্যে দেমাগ বিহীন,
মুল্যের আশায় ঘোরে।
নভোমন্ডলে সংখ্যা সারথি’র
আশায় আশায় ওড়ে।
শুন্যে থেকে ধরা সৃজন।
শুন্যে থেকে ই মানব রচন।
শুন্যে থেকে ই সকল কিছু
রচিত - নয়তো মিথ্যা বচন!
শুন্যে থেকে অসীম সংখ্যা।
শুন্যে ছাড়া সব বিফল।
বামেতর শুন্যে না থাকিলে,
সব সংখ্যা ই হবে নিষ্ফল।
শুন্যে থেকে চলো শুরু করি!
ঠিক এই মুহূর্ত থেকে।
করি, করব বলে জীবন মোহনা।
দিওনা অনাবাদি রেখে!
শুন্যের জোড়ে কাক ডাকা ভোরে।
এগিয়ে যাও নব উদ্যোম নিয়ে।
সব মণিদীপা শুরু করেছে,
শুন্যে থেকে সামনে এগিয়ে!
হাহুতাশ আর আঁখি জ্বলে,
দিওনা ললাট ভিজিয়ে।
যা আছে তোমার হয়তো কারো
নেই তার ভাগ সিকি
তোমার জ্ঞানে পুষ্পরেণু
রাঙাবে আয়ু ঝিকিমিকি!
শুন্যে থেকে আসলাম ভবে,
শুন্যে যাবো মিলে।
শুন্যের মাঝে কামিয়াব হবে,
সময় মুল্য দিলে।
শুন্যে থেকে অসীম শুন্যে
চারদিকে আধার কালো।
শুন্যে থেকে শুরু হবে,
যা শুভ যা ভালো।