কিল দিলে কিল পাবেন,
ঘুসি দিলে পাবেন ঘুসি।
ঠুসা দিলে ছাড় দেব না,
করব শুরু ঠোসা ঠুসি।
লাথি মারলে লাথি পাবেন,
উষ্ঠা মারলে উষ্ঠা
গালি দিলে গালি পাবেন।
অশ্রাব্য ভীষণ বিষ্ঠা।
সালাম দিলে পাবে তাই,
ধাওয়া দিলে নাই ছাড়।
চিমটি দিলে ভুলে যাব
তুই কার?কোন বাবার?
লাইক দিলে পাবেন তা,
শেয়ার করলে শেয়ার।
ভালোবেসে কাছে আসলে,
পাবে তবে লাভ- কেয়ার।
কমেন্ট করলে পাবে,
ফিরতি কমেন্ট বেশ।
কেশ ধরে টান দিলে ই,
ছিড়বো তবে সব কেশ।
ঠেলা দিল ঠেলা ই দিব,
লেং মারলে দিব লেং।
লাগতে আসলে হারাবি,
তোমার মাত্র দুটো ঠ্যাং।
কাঁদাতে চাইলে - কাঁদবি।
হাসাতে চাইলে - হাসবি।
ফঁাসাতে চাইলে - তবে ই,
ভীষণ রকম ফাঁসবি।