যারে চাই যাক চলে জীবন থেকে দূরে।
সেই দেখি কাছে ঘেসে দুরত্ব ভেঙেচুরে।

যারে চাই ভালোবাসি মন প্রাণ খুলে।
সেই দেখি আছার মারে মাথায় তুলে।

যারে চাই থাক না হয়ে প্রেরণার দ্যুতি।
সেই দেখি গোপনে চালায় ব্যপক ক্ষতি।

যারে চাই সুখে রেখে নয়নে পাই সুখ।
সেই দেখি বিনা কারণে ভাঙে এই বুক।

যারে চাই শ্রদ্ধা করে কাছে এনে বসাই।
সেই দেখি ছুরি চালায় হয়ে নিঠুর কসাই।

যারে ভাবি তুলে দেব ভালোবাসার ফুল।
সেই দেখি হৃদয়ে আঘাত করে হুলস্থুল।

যারে ভাবি পাশে রেখে কাটিয়ে দেই বাকি পথ।
সেই দেখি আমার ক্ষতির তরে নিচ্ছে শফথ।