আয় আয় আয়,
দ্রুত চলে আয়।
দুধ মাখা ভাত,
বুঝি কাকে গিলে খায়।
আয় আয় আয়
বেলা বয়ে যায়।
খেলা রেখে আয়।
খাবি দুধ কলা?
টুনি গিলে খেতে চায়।
আয় আয় আয়,
বুকে চলে আয়।
দুলে দুলে আয়।
চড়ুই বেহায়া,
তোর টেডি নিতে চায়!
আয় আয় আয়
ঝাপ দিয়ে আয়।
হেটে হেটে পায়"
মামা দিলো গুর,
পিপড়ে যে নিতে চায়!
আয় আয় আয়
হাসি মুখে আয়,
খুশি মেখে আয়।
বাবা এলো ঘরে,।
তোকে ই খুঁজে বেড়ায়
(২)নেতা,,.
বাংলাদেশের জনপদে,
হাজার নেতা দেখি।
চলার পথে নেতার সাথে
হই কতো মুখোমুখি।
নেতায় নেতায় দেশে আজ,
করছে গিজগিজ।
নানান নেতার অপকর্মে ,
বুনে অশনির বীজ।
নানান দলের নানা নেতা
নানা কর্মকান্ড।
সব নেতার ই লক্ষ্য শুধু,
ভরো নিজের ভান্ড।
পাতি নেতার দাপট বেশি,
হম্বিতম্বি কতো।
বড়ো নেতার নাম ভাঙিয়ে,
ঘাঁটে-চাঁটে অবিরতো।
বড়ো নেতা তেলের পাগল,
খুশিতে গদগদ।
তেলবাজ কে আপন করে,
দেন ভাইটাল পদ।
ত্যাগী নেতা সবসময় ই,
থাকে তোপের মুখে।
তেল মেরে নবীন দলীয়,
কাটায় ভীষণ সুখে।
আদর্শের কোন ভিত্তি নেই,
টাকা দিলে মিলে পদ।
কমিটি গঠনে পদ নিতে,
হয়না কোন বিপদ।
৩) আম,,,
আম হলো ফলের রাজা,
রাণী তাহার নাই।
সৈন্য সামন্ত ছাড়া ই,
শাসন করে ধাইধাই।
নিজেকে বিলিয়ে অন্যকে,
করে রসনা তৃপ্তি।
আম তাই বলে সবে,
দেখো আমার দীপ্তি।