কই গেল সেই পুরনো দিন?
ছেলেবেলার খেলার সাথী কই?
বিকেল হলে  খেলার মাঠে
ফুটতো যেন গোলাপ, জবা, জুই।

বৌছি, হা ডুডু, দাড়িয়াবান্ধা,
নানান খেলার ছলে।
গ্রামের সকল দঙ্গল এসে
জুটতো দলে দলে।

কতো স্বপ্ন পূরণ হবে না
  জেনে শক্তির অস্তিত্ব নেই তো
সকল সুখ লুকিয়ে সুখ খুঁজে
খেলায় মহাজগৎ সেই তো!


কত সাথী হারিয়ে গিয়ে
  পোকার মজার খাবার,
কতক এখন দিন গুনছে
  অগস্ত্য যাত্রায় যাবার

কতক শুধু সংসারের সম্মিলিত সামরিক শাসক।
কতক এখন দারা- তনয়ার
সুকুমারী শুভকামী ভিষক।

কই গেল সেই প্রাণের মিলন
   উচ্ছ্বাস আবেগ দিয়ে
সব্বাই মিলে অংশ নিতো
পূজা, পার্বন ঈদে আর বিয়ে!

কই গেল সেই ঢেকি ছাটা চাল?
   কই গেল সেই পাটায় পিশা মশলার স্বাধ?
কই গেল সেই হাতে ভাজা মুড়ি?
বাদল দিনে খই রম্ভা খাবার! - আহ কি আহ্লাদ!