আমরা তো ভাই আত্মভোলা
সদাই করি ভুল।
রাধার আগে মনে থাকে না
বাধতে হয় চুল।
ভাত- তরকারি তে মাঝে মধ্যে
হয় যে চুল পাওয়া।
খোলা খাবার খেতে মানা
তবু ও হয় খাওয়া।
খোলা খাবার - বাসি খাবার
খাওয়া নিষেধ জেনেও
নিজেও খাই বাচ্চা কে দেই
স্বাস্থ্য ঝুঁকি মেনে ও।
কদিন পরে আসছে ফিরে
ফাগুনের আগুন তাপ।
ফ্যানের বাতাসে দেহ জুড়াতে
ফ্যান টা দিব না একটু মাফ
ঘুরতে থাকবে মাথার উপর
বাতাসের মিনি ঘূর্নিঝড়
ভাবছেন কি আছে ঠিক?
ফ্যানের নাট বল্টু কিংবা তার।
দুষ্টু ইদুর মিষ্টি করে
কামর বসিয়ে তারে।
বারোটা বাজিয়ে দিতে পারে
আপনার অগোচরে।
ছোট্ট কামরে তারের গায়ে
লিক কিংবা হতে পারে সংযোগ নাশ।
বৈদ্যুতিক শক কিংবা অগ্নিকাণ্ডে
জানমালের ক্ষয়ক্ষতি তে পড়বে গলায় ফাস।
ইদুর বেটা ফ্যানের বাধন
দিতে পারে গোপনে কেটে খুলে
ফ্যান তখন বিপদজনক
মাথার উপর রাখা ঝুলে।
পরতে পারে মাথার উপর
আকস্মিক বজ্রপাতের মতো।
হতে পারে তাতে জীবন হানী
কিংবা মারাত্মক কোন ক্ষত।
কিংবা রশি পুরনো হয়ে ফ্যান কে
জড়িয়ে রাখার চেষ্টা দিয়েছে ছেড়ে।
তাতে ও হতে পারে ভয়ংকর পরিনতি
গায়ের দিকে আসতে পারে তেড়ে।
বলতে পারেন চিন্তা নেই ভাই
আমার টা- লোহা দিয়ে দিয়েছি মুড়ে।
লোহার শত্রু জং কিন্তু
বলতে পারে রশির মতো এক সুরে।
মাথার উপর ঘোরানোর আগে
ফ্যান ভালো করে নিয়েন টেষ্ট।
ফ্যানের শীতল পরশ গায়ে মেখে
সবার জীবন হয়ে যাক বেস্ট।
,,,,,,,,🍒🍒🍒🍒🍒
আসছে গরম-
স্বাস্থ্য ঝুঁকি চরম
এইনা গরম কালে।
পেটের অসুখে মরণাপন্ন
দেখা যায় হাসপাতালে।
ডায়রিয়া আর পেটের পীরায়
ভোগে বহুজনে।
হাসপাতালে বেড মেলে না
পড়ে থাকে বাড়ান্দার সামনে।
খাবার পানি অবশ্য ই
নিরাপদ হতে হবে।
নলকুপের পানি না পেলে
ফুটিয়ে বিশুদ্ধ করে নিবে।
খাবার অবশ্য ই
রাখতে হবে ঢেকে।
সুস্বাদু হলে ও নিবৃত্ত রাখবে
অতিভোজন থেকে।
গরমের সময় হতে পারে
গা ভাসানো ঘাম।
ডিহাইড্রেটেশন থেকে বাচতে
স্যালাইন খেলেই চুকে যাবে তার দাম।
,,,,,,
অসমাপ্ত,,,,,