অভাবে স্ব ভাবে

ঘুরে ফিরে কাছে দূরে
  শুধাই আমি যারে তারে!
বদন কেন অমাবস্যা রে?

ঘুরেফিরে হাজারো ভিড়ে,
   হতাশার নিত্য সুরে।
অভাব কেবল আসছে ঘিরে।
হৃদয় তাই যাচ্ছে চিড়ে।
সুদিন কি আসবে ফিরে?
আর কত থাকব?
সর্বগ্রাসী নদের তীরে!

সুদিন উদ্ধারে নেমে পরে
গেলাম আমি ধিবরের ঘরে
শুধাইলাম খুব নিন্ম স্বরে।
দুঃখ বলুন কিসের তরে?
উত্তর পেলুম চট করে
মৎস্য কেন উঠছে না রে?
আব লক্ষ্মী যাচ্ছে উড়ে!
নিতান্ত ই মোরা কুড়ে।।
না হলে কি এমন করে!
অভাব নামে সংসারে?

  গেলাম একটু সম্মুখ পানে।
পেলাম কাকা; বিড়ি টানে!
বলেন শুধু খোদা জানে।
চেয়ে থাকি ছেলের পানে।।
  ঢাকা সে ভ্যান টানে!
টাকা পাঠায় গঞ্জের দোকানে।
বুড়ো বুড়ি মানে মানে
জীবন থামে ক্ষনে ক্ষনে!

   কাকার অভাব আমার স্বভাব
দোকানীর সাথে তাই জমালাম ভাব!
   রিশিট কেটে খিটমিটে।
দেশটা গেছে ভরে চিটে!
মাল নিতে পায়ে পরে
বাকীর রশি গলায় করে
  পালিয়ে যায় অন্য পথে
দেব দিচ্ছি করে করে
  বছরের পর বছর ধরে
ব্যাংকের সুদ যাচ্ছে বেড়ে
ব্যাবসা তাই নড়বড়ে।
অভাবের শুলি কাধ্ চড়ে
  
একটু এগিয়ে সামনে যেতে
  মতিকাকা  কাজ করছেন ক্ষেতে।।
দিলেন খড় বিছিয়ে পেতে।
হাহুতাশ করে বলেন - পাইনা খেতে!
বেচে আছি জীবন যেতে যেতে!
ফসলের দাম মধ্য সত্ব ভোগীর হাতে!
মৌসুমে মজুদ করে রেখে - দ্বিগুণ দামে মুল্যে হাকে!
কৃষকের অভাব কপালের সাথে
আষ্টেপৃষ্টে লেগে থাকে!..


অসামাপ্ত,,,