করতে চাই একটা,
হয়ে যায় অন্য।
শিখতে চাই সভ্যতা,
হয়ে যাই বন্য।
গড়তে চাই গৃহ,
ভেঙে যায় চালা।
হইতে চাই জামাই
হয়ে যাই শালা।
লিখতে চাই কবিতা,
হয়ে যায় গদ্য।
পেতে চাই শরবত,
পেয়ে যাই মদ্য।
চলতে চাই গোপনে,
হই মুখোমুখি।
করতে চাই আপন,
হয় ঠোকাঠুকি।
সাজাতে চাই বঁধুয়া
হয়ে যায় শালি।
পেতে চাই প্রশংসা,
পাই শুধু গালি।
রাধতে চাই খিচুড়ি,
হয়ে যায় যা তা।
ছিড়তে চাই পুষ্প,
ছিড়ে যায় পাতা।
হাসতে চাই মুচকি,
হয়ে যায় অট্ট।
হইতে চাই মহত,
হয়ে যাই ছোট্ট
নাচতে চাই দারুণ,
হয়ে যায় লাফ।
পাইতে চাই করুনা,
পাই অভিশাপ।
ধরতে চাই আকড়ে,
যায় শুধু ছুটে।
হইতে চাই প্রেমিক,
ছ্যাকা শুধু জুটে।
লিখতে চাই একটা
লিখে ফেলি অন্য।
হতে চাই নামি-দামি ,
হই যে নগন্য।
পেতে চাই হাততালি,
পাই পঁচা ডিম।
কমাতে চাই দু:খ,
বাড়ে তা অসীম।