হাটুন সবাই সুযোগ পেলে,
হাটুন কিছু খাবার খেলে।
রোগ থেকে বাচতে হাটুন।
প্রভাত বেলায় হাটুন সবে
নির্মল বায়ু ফুসফুস পাবে।
সুস্থ থাকতে একটু খাটুন
হাটুন রাতের খাবার শেষে।
হাটুন হাটাহাটি ভালোবেসে।
হাটুন আর গাত্র দিন নাড়া।
হাটুন ডায়াবেটিস কমাতে।
হাটুন কোলেস্টেরল দমাতে।
দেহ ঠিক থাকে না হাটা ছাড়া।